প্রকাশের সময় 19/02/2025
,নতুন কমিটি ঘোষণা হয়নি মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। সম্মেলন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দলীয় নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভা মঞ্চে উপস্থিত হন। ইউনিয়ন বিএনপি,পৌর বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,কৃষক দল, ছাত্রদল, মহিলা দলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বর্তস্ফুর্ত অংশ গ্রহনে জনসভা এক সময় জনসমুদ্রে পরিনত হয়। কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় মাদ্রাসা মাঠ। বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা যুবদলের আহবায়ক সজিব খাঁন, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতেরপূত্র ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট আনিছুজ্জামান গামা, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক,নিলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ,সাধূরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা,উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তোলন,সদস্য সচিব শহিদুল হক দুলাল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম প্রমূখ। সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষনা করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষনা করা হবে বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন।