প্রকাশের সময় 23/02/2025
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ বকশীগঞ্জ শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
২৩ ফেব্রুয়ারি (রবিবার) বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি কেএম জসিম উদ্দিন স্বাক্ষরিত একপত্রে এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ বকশীগঞ্জ শাখার জন্য সাংবাদিক রাশেদুল ইসলাম রনি সভাপতি, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারি সহ-সভাপতি, সাংবাদিক মতিন রহমান কে সাধারণ সম্পাদক, সাংবাদিক আল মুজাহিদ বাবুকে যুগ্ন সাধারণ সম্পাদক, সাংবাদিক এমদাদুল হক লালনকে সাংগঠনিক সম্পাদক, ইমরান সরকারকে দপ্তর সম্পাদক এবং ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমনকে অর্থ সম্পাদক মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
বকশীগঞ্জ উপজেলায় মানবাধিকার সমুন্নত রাখতে এ কমিটি কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।