প্রকাশের সময় 11/03/2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি জুনায়েদ হোসেনকে (২২) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১১ মার্চ) র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর- এর যৌথ টিম ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে৷ গ্রেফতার জুনায়েদ হোসেন রূপগঞ্জের তারাব উত্তরপাড়ার রাজু মোল্যার ছেলে। সে রূপগঞ্জের বহুল আলোচিত রাশেদুল ইসলাম ও হৃদয় হত্যা মামলার প্রধান আসামি৷ র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান৷
র্যাব জানায়, গত ৪ ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে তারাব পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এসময় শিমুল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের হৃদয় ও রাশেদুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ ফেব্রুয়ারি রাশেদুল ইসলাম ও হৃদয় মারা যান৷ নিহত কিশোর রাশেদুল ইসলাম (১৮) তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে এবং হৃদয় (২০) রাজু মিয়ার ছেলে। ওই ঘটনায় নিহত হৃদয়ের চাচা মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ তৎপরতা শুরু করে৷ মঙ্গলবার ফরিদপুর জেলার নগরকান্দার রসুলপুর এলাকা থেকে জুনায়েদ হোসেনকে গ্রেফতারে সক্ষম হয় র্যাবের যৌথ আভিযানিক দলটি৷ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতার জুনায়েদকে রূপগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।