
প্রকাশের সময় 14/03/2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুরি একটি নেপ তুষকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত ১২টার সময় আগুন লাগে বলে জানান আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ টার সময় আগুন দেখতে পেয়ে আমরা চেষ্টা করেছি আগুন নিভানোর জন্য । অনেক বাতাস থাকার কারণে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এতে পাশের দোকানেও আগুন লাগে।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভতে সক্ষম হয়।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, সিদ্ধিরগঞ্জে জালকুড়ি একটি ফার্নিচার ও নেপ তুষক দোকানে আগুনের আগুন লেগেছে এমন খবর পেয়ে দ্রুত কাঁচপুর ও আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।