প্রকাশের সময় 25/03/2025
সৌদি আরবের রাজধানী রিয়াদে,রাহাতী কমিউনিটি সেন্টারে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শাহাদাত আল মাহদীর সঞ্চালনায় শায়েখ আব্দুল আলীম মেহেদীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডিএমসি গ্রুপের এমডি আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন,দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হামীমুল ইসলাম,বাপ্রসাফ এর সহ-সভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়,ডিএমসি গ্রুপের ডিএমডি সাখওয়াত হোসাইন আরমান,বাপ্রসাফ এর সাধারণ সম্পাদক ফকির আল-আমিন,ফ্রেন্ডি প্যাকেজ এবং ফ্রেন্ডি পে এর সেগমেন্ট মার্কেটিং ম্যানেজার পারভেজ হোসাইন ইয়াসিন,প্রবাসের গল্প এবং প্রবাসের বার্তার সম্পাদক মাওলানা জুবায়ের হোসাইন,বিগ বাজার শপের সত্বাধিকারী আরিফ মৃধা সহ অনেকে।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন,বিশ্ববিখ্যাত হাফেজ আহমাদ ইউসা। স্বাগত বক্তব্য রাখেন,খালিদ সাইফুল্লাহ।
মাসুম বিন মাহবুবের নেতৃত্বে নাশিদ পরিবেশন করেন হারামাইন শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালকশাহাদাতুল্লাহ ফয়েজী,অর্থ পরিচালক হোসাইন মেহবুব,সঙ্গীত পরিচালক সাদিকুল্লাহ উমর,আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম,শিশু-কিশোর পরিচালক তাহসিন আহমাদ,
নির্বাহী সদস্য,মোহাম্মদ হাবীবুল্লাহ।
মাহফিলে হারামাইন শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ এবং শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন,মাই টিভির রিয়াদ প্রতিনিধি এবং বাপ্রসাফ এর সাংগঠনিক সম্পাদক
সাদেক আহমাদ,বৈশাখী টিভি প্রতিনিধি এবং বাপ্রসাফ এর দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,এসএ টিভি প্রতিনিধি এবং বাপ্রসাফ এর প্রচার সম্পাদক ফকির হাকিম,নাগরিক টিভির সৌদি আরব প্রতিনিধি জসীম উদ্দিন হ্রদয়,ডিবিসি নিউজের সৌদি আরব প্রতিনিধি এইচ এ হেমায়েত,লাব্বাইক পত্রিকার সম্পাদক,দৈনিক স্বাধীন কাগজের সৌদি আরব প্রতিনিধি ইমন বাউলসহ অনেকে।