
প্রকাশের সময় 22/04/2025
ইসমাইল খান টিটু:
আবারও ঠিকাদারি কাজের বালু জোরপূর্বক নেওয়ার অভিযোগ উঠেছে মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল ও শ্রমিক দল নেতা জাবেদ হোসেনের বিরুদ্ধে।
গত ২০ এপ্রিল চাঁদপুরের কয়েকটি স্থানীয় পত্রিকায় “মতলব উত্তরে ঠিকাদারি কাজের বালু জোরপূর্বক নেওয়ার অভিযোগ” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হওয়ার পরে আরো বেপরোয়া হয়ে উঠেন মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল ও জাবেদ হোসেন। ঐ স্থান থেকে প্রভাব খাটিয়ে বালু ট্রলি গাড়িতে করে নিয়ে যাচ্ছে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উদমদী পাম্প হাউজের সংলগ্ন কৃষি অফিসের গুদামঘরের সামনে সরকারি রাস্তা নির্মাণের জন্য বালু সংরক্ষিত রেখেছিল মেসার্স সিফাত এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. আমিনুল ইসলাম। পরবর্তীতে গত বছর সেপ্টেম্বর মাসের ৩ তারিখে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৬ লক্ষ টাকার বিনিময়ে মেসার্স সিফাত এন্টারপ্রাইজ সোনালী ব্যাংক ছেংগারচর শাখার ১৫২০৬০২০০০৩৮১ জমা স্লিপের মাধ্যমে কিনেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ। তারা বালু কিনার পর থেকেই স্থানীয় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দিবালোকে জোরপূর্বকভাবে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল ও শ্রমিক দল নেতা জাবেদ হোসেন।
এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ জানান, আমার স্ট্যাম্পে চুক্তি নামার মাধ্যমে মেসার্স সিফাত এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. আমিনুল ইসলামের কাছ থেকে ৬ লক্ষ টাকা ব্যাংকে জমার মাধ্যমে সরকারি রাস্তা নির্মাণের জন্য কিনেছিলাম। এবং এ বিষয়ে থানায় একটি দরখাস্ত করেছিলাম। আমরা বালু কিনার পর থেকেই মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল এবং জাবেদ জোর করে লোকজন নিয়ে আমাদের বালু গাড়িতে করে অন্য স্থানে বিক্রি করে দিচ্ছে।
তারা আরো জানান, আপনারা (সাংবাদিক) সরজমিনে গিয়ে দেখেছেন। হিমেল উদ্দিন মোল্লা শিমুল ও জাবেদ হোসেন তারা প্রভাব খাটিয়ে এখান থেকে বালু গুলো নিয়ে অন্য জায়গায় বিক্রি করছে। বাধা দিতে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত জাবেদ হোসেন জানান, মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল বালুর গদি থেকে বালু নিচ্ছি। এখানে ফয়সাল আহম্মেদ সোহেল ও আজিজ এর কোন বালু নেই।
মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল জানান, আমাদের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে তারা সংবাদ পরিবেশন করাতে চাচ্ছে। আসলে এখানে তাদের কোন বালু নেই। আমি এ বিষয়ে সংবাদ সম্মেলন করব।
এ বিষয়ে মতলব উত্তর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ জানান, ঐ বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে বিচার চলমান। আদালতের আদেশ ছাড়া এখানে কিছু করতে পারব না।