প্রকাশের সময় 07/04/2025
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২৫ খ্রি. এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় বিদায়ী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী ও ফুল দিয়ে বিদায় দেয়া হয়। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানায়। পাশাপাশি ৬ষ্ঠ শ্রেণিতে আগত নবীন শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এছাড়াও বিদ্যালয়ের দুই জন সিনিয়র শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও এ কে এম মোস্তফা কামাল এর অবসর জনিত বিদায়ে উক্ত বিদ্যালয় ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
সহকারী শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য ডা. রফিকুল ইসলাম খান, সাবেক সদস্য সামসুল হক, সাবেক সদস্য আবু সিদ্দিক মেম্বার, বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সদস্য গাজী সুমন, সদস্য মনির হোসেন, রাজু আহমেদ রমজানসহ আমন্ত্রিত অতিথি,বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।