প্রকাশের সময় 25/01/2025
সোহেল কবির, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল তিনশো ফিট সড়কে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী সুমন মোল্লা(২০) নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টারদিকে সড়কে বালু ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা রাজধানীর শেওড়া পাড়া এলাকার মতু মোল্লার ছেলে। পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাতে বাণিজ্য মেলা থেকে বেপরোয়া গতি একটি মোটরসাইকেল কুড়িল বিশ্বরোডের দিকে যাবার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে মৃত্যু বরণ করে মোটরসাইকেল আরোহী সুমন মোল্লা । খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।