প্রকাশের সময় 19/01/2025
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।।
বারো পেরিয়ে তেরোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে এশিয়ান টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৯ জানুয়ারি (রবিবার) দুপুর ১টায় বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালনের সভাপতিত্বে ও আল মোজাহিদ বাবুর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু, ভোরের কাগজের বকশীগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, ভোরের দর্পণ বকশীগঞ্জ প্রতিনিধি মতিন রহমান, দেশের কন্ঠের সাংবাদিক সালাম মাহমুদ, অনুসন্ধান প্রতিদিনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, মানবকণ্ঠের বকশীগঞ্জ প্রতিনিধি রাজ্জাক মাহমুদ, মুভিবাংলা টিভির বকশীগঞ্জ প্রতিনিধি একেএম নূর আলম নয়ন, এশিয়ান টিভির বকশীগঞ্জ প্রতিনিধি মোস্তুফা গাজী, বাংলা ৭১ এর বকশীগঞ্জ প্রতিনিধি শাহনাজ পারভিনসহ স্থানীয় আরো প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ।