প্রকাশের সময় 20/04/2025
গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে গণঅধিকার পরিষদ (জিওপি) আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ সুমনকে আহবায়ক, মনোহার হোসেনকে যুগ্ন আহবায়ক, মোঃ আমির হোসেনকে সদস্য সচিব, মোঃ সাজ্জাদুল ইসলাম সরকারকে যুগ্ন সদস্য সচিব, আশিক হাসান মনিরকে কার্যকরী সদস্য করে আগামী তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১৯/০৪/২০২৫ তারিখে জামালপুর জেলা গণঅধিকার পরিষদের প্যাডে জেলা গণ অধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন এর স্বাক্ষরে বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে মোঃ মোশারফ হোসেন, মোঃ সৈকত তালুকদার, ওবায়দুল ইসলাম, সাজ্জাদ তালুকদার, শরীফ আহমেদ, হুমায়ূন আহমেদকে যুগ্ন আহবায়ক করা হয়েছে মোঃ বাইজিদ বুস্তামি, গাজী লতিফ, আতিকুজ্জামান দীপ্ত, মোশারফ মন্ডল, রিপন মাহমুদ কে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোঃ লালন সরকার, রাহিদুল ইসলাম, সজিব মিয়া, লিটন মোল্লা, আশরাফুল ইসলাম, আব্দুস সাত্তার খান কে কার্যকরী সদস্য করা হয়েছে এবং উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন কমিটি প্রস্তুত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
কমিটি অনুমোদনের পর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ সুমন বলেন আপনারা জানেন রাজপথ থেকে উঠে আসা তারুণ্যের জনপ্রিয় সংগঠন গণঅধিকার পরিষদ। এই সংগঠন গণমানুষের অধিকার এবং দাবী আদায়ে ঐতিহাসিক এক প্লাটফর্ম। এই সংগঠন সারাদেশের ন্যায় বকশীগঞ্জেও গণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে এবং এই সংগঠনের হাত ধরেই সুস্থ ধারার প্রতিযোগিতা মূলক রাজনীতি প্রতিষ্ঠা হবে।