প্রকাশের সময় 16/04/2025
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে জু্লেখা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৬ এপ্রিল (বুধবার) বিকালে পুরান বাট্টাজোড় গ্রামে নিহতের বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলেখা বেগম বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামের গরু মাংস বিক্রেতা নাজমুল হকের স্ত্রী এবং পলাশতলা গ্রামের দৌলা মিয়ার কন্যা।
জুলেখা বেগম ও তার স্বামী নাজমুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে বুধবার আনুমানিক ২.০০ ঘটিকার দিকে তাদের বসত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিহত জুলেখা বেগমের মরদেহ ঝুলে থাকাবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ডাক চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয় পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত জুলেখা বেগমের এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।