প্রকাশের সময় 01/10/2024
নুর আমিন ,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুলের (স.) নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে’র সমর্থনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চিলমারী সরকারি কলেজ মোড়ে সাধারণ শিক্ষার্থীদের আয়োজন এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ মোড় থেকে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এসময় মহানবীকে কটূক্তিকারীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ওয়াজকুরুনি রহমান, জিয়াউল ইসলাম, আশরাফুল ইসলাম, এনামুল হক, শাহআলম প্রমূখ।