
প্রকাশের সময় 20/04/2025
ইসমাইল খান টিটু :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপি নেতা, ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন বেপারীর বড় ভাই, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর শশুর এবং কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন বেপারী পিতা মো. আব্দুল মান্নান বেপারী (৭০) গতকাল শনিবার রাতে দশানী গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার (২০ এপ্রিল) বাদ জোহরের নামাজের পর দশানী কেন্দ্রীয় কবরস্থান মাঠে জানাজা শেষে দাফন করা হয়েছে।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর যুবদল নেতা মো. পলাশ, সাবেক ছাত্র নেতা মো. রাজিব সরকার’সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ।
জানাজা শেষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
এসময় তানভীর হুদা বলেন, মান্নান কাকা বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন। দলের দুঃসময়ে, দলকে সুসংগঠিত করার জন্য তার সক্রিয় ভূমিকা ছিল। মান্নান কাকা আমার বাবা মরহুম নুরুল হুদা সাহেবের খুব কাছের মানুষ ছিলেন। আমি মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া করি তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।