প্রকাশের সময় 22/10/2024
রাজনীতি না করেও জুলাই আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি হয়েছেন সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের সাধারণ ব্যবসায়ী আশরাফ। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গুলিতে রফিকুল ইসলাম (২৪) নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দায়ের করা মামলায় আশরাফকে ৩৯ নং ক্রমিকে আসামি করা হয়েছে।
মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০/১২০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলায় আশরাফকে আসামি করায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও আতংক বিরাজ করছে। তারা বলছেন এভাবে যদি এলাকার সাধারণ মানুষদের আসামি করা হয় তাহলে তো ঘুম থেকে উঠে আশরাফের মত তাদেরও শুনতে হবে তারাও হত্যা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে এলাকা ছাড়া হয়ে ভবঘুরে জীবনযাপন করতে হবে।
আর এ সুযোগে যারা আওয়ামী সরকারের রাজনীতি করে লুটেপুটে বেড়িয়েছে তারা পার পেয়ে যাবে। তাদের দাবি দ্রুত মামলা থেকে নীরিহ সাধারণ মানুষদের অব্যাহতি দিতে হবে। তাদেরকে যেনো হয়রানি না করা হয়। এছাড়া নতুন কোনো মামলায় আর যেন কোনো নিরাপরাধ কাউকে জড়ানো না হয়।
মামলায় অভিযুক্ত ব্যবসায়ী আশরাফ বলেন, ২১ জুলাই হিরাঝিলে গুলিতে রফিকুল ইসলাম নামে একজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আমাকে আসামি করা হয়েছে। অথচ এসব ঘটনার সাথে আমি জড়িত নই। আমি কোনো রাজনীতিও করিনা। কেউ প্রতিহিংসা বসত আমাকে আসামি বানিয়েছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, আদালতের নির্দেশে আমরা মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করেছি। তদন্তের সময়ে বিষয়টি আমরা দেখবো।
এবিষয়ে মামলার বাদী নিহত রফিকুল ইসলামের মা সুফিয়া বেগমের ফোনে একাধিকার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।