প্রকাশের সময় 02/11/2024
হয়েছে। মোঃ নওয়াব ভূঁইয়া নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার ২ নভেম্বর কামসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন কিন্ডারগার্টেনের ৩য় থেকে পঞ্চম শ্রেণীর মোট ৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামসাইর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইদুর ইসলাম, সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, কামসাইর প্রজন্ম ফাউন্ডেশনের সভাপতি নিয়াজ মো: বনি আমিন, সহ-সভাপতি রাসেল আহমেদ, সিনিয়র সদস্য বৃন্দ মোঃ মোশারফ হোসেন, ওমর ফারুক মিয়া , সাধারণ সম্পাদক মোঃ মহসিন,অর্থ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সম্পাদক উর্মি আক্তার, সদস্য বৃন্দ মোসা: নাজমা আক্তার, মোঃ মিজান, মোঃ মুন্না মিয়া, আলেকজান্ডার মুন্না,মোঃ শিশির মোল্লা, মোহাম্মদ আজিম উদ্দিন, মোঃ মাহিম মোল্লা, যুথি আক্তার, মোঃ নীরব মিয়া এবং ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: নওয়াব ভূঁইয়া প্রমুখ। উপস্থিত অতিথিরা বলেন শিক্ষার মান উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদের যেকোন সহযোগিতা লাগলে আমাদের কাছে আসবে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, ফাইল, কলম বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।