প্রকাশের সময় 05/10/2024
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নির্দেশনায় গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়ার সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন,গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার।
এসময় আরো উপস্থিত ছিলেন,সাধারন সম্পাদক আব্দুল মতিন চৌধুরী,রজব আলী ফকির, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ওমর হোসেন, ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আলামিনসহ আরো অনেকে
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।