প্রকাশের সময় 28/09/2024
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলার আয়োজনে সাবেক ছাত্র শিবিরের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৯.০ ঘটিকার সময় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাড. ইস্রাফিল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাবেক সভাপতি মাসুদুর রহমান গিয়াস, মোহাম্মদ আলী খাঁন, আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ। উপস্থিত অতিথিরা বলেন, রূপগঞ্জের গ্রামে গ্রামে ইসলামের আইন ছাত্র শিবিরের মাধ্যমে পৌঁছে দিতে হবে এবং ইসলামী ছাত্র শিবির নিজ দায়িত্ব নিয়ে মানুষের ধারে ধারে যেতে হবে। এআরো বলেন আমরা যারা প্রবীন আছি আমাদের নিজ নিজ দায়িত্বে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ।