প্রকাশের সময় 24/09/2024
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাবীকৃত চাঁদা না পেয়ে ওয়ার্ড বিএনপি
কার্যালয়ে তালা দেয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী, মাদক সম্রাট ও একাধিক হত্যা মামলার আসামী নাহিদ এবং তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে তালা লাগিয়ে দেয় নাহিদের সন্ত্রাসী বাহিনী।
এ ঘটনায় রাতেই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরসাদ গাজী বাদী
হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, আদমজী নতুন বাজার এলাকার পক্ষি মজিবরের ছেলে নাহিদ (৩০),ইউনুছের ছেলে হাসান (৩২), টাল মজিবরের ছেলে রাতুল (২৩), নাহিদের ভাই মিজান (২৫), রাব্বী (২২) ও ইউসুফ (৩৫) সহ আরো অজ্ঞাত ১৫/২০ জন।
অভিযোগে আরসাদ গাজী উল্লেখ করনে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিথর সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব
পালন করে আসছি। আদমজী নতুন বাজার আজমেরী হোটেল সংলগ্ন এলাকায় আমাদের সংগঠনের একটি দলীয় কার্যালয় রয়েছে। ওই সন্ত্রাসীরা দীর্ঘ দিন যাবৎ উক্ত অফিসটি দখলের পায়তারাসহ চঁাদা দাবী করে আসছে।
তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডসহ নানান অসামাজিক ও অনৈতিক কর্ম করে আসছে। এরই সূত্র ধরে গত সোমবার রাত সাত টায় আদমজী নতুন বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক সম্রাট ও হত্যা মামলার আসামী নাহিদ ও তার অন্যতম সহযোগী মাষ্টারমাইন্ড হাসানের হুকুমে রাতুল, নাহিদের ভাই মিজান, রাব্বি, ইউসুফসহ প্রায় ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ
লাঠি, লোহার রড, এসএস পাইপ, রাম দঁা, চাপাতিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে সহ অন্যান্য সদস্যদের উপর হামলার উদ্দেশ্যে আমাদের কার্যালয়ে এসে অকথ্য ভাষায় গালি-গালাজ করিতে থাকে।
কিন্তু কার্যালয় খোলা থাকলেও কেহ ভিতরে না থাকায় তারা আমাদেরকে সময়-সুযোগ মত পাইলে খুন-জখমসহ বড় ধরণের ক্ষতির হুমকি প্রদান করে কার্যালয়টি দখল করার উদ্দেশ্যে তালা
বদ্ধ করে দেয়।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আল মামুন জানান, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।