প্রকাশের সময় 16/10/2024
সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ২নং ওয়ার্ডে এই স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন ৩ বারের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
২নং ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত সচিব মোহাম্মদ মহিউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ’সহ অত্র ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. ইকবাল হোসেন বলেন, ‘নিম্ন আয়ের মানুষদের কমদামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া আরও সহজ ও নিশ্চিত হবে। যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন তাদের কথা বিবেচনা করেএ ওয়ার্ডের ৩ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য বিতরণ করা হবে। এর ফলে সঠিক কার্ডধারীরা প্রতারিত হবে না। স্মার্ট ফ্যামেলি কার্ড সম্পন্ন হয়ে গেলে কার্ড সংখ্যা বৃদ্ধি করা হবে।