প্রকাশের সময় 18/04/2025
সর্বনাশা ‘বাবা ট্যাবলেট’ ওরফে ইয়াবা দেশের বারটা বাজিয়ে এখন বিদেশেও (সৌদি আরবে) চলছে এর রমরমা বাণিজ্য। এর প্রধান কারণ ইয়াবার সহজলভ্যতা। আর এই রমরমা বাণিজ্যের নেপথ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা-বিক্রেতা উভয়ই বাংলাদেশি প্রবাসীরা।
সরেজমিন অনুসন্ধানে ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবাসীদের সাথে কথা বলে জানা যায়, সৌদি আরবের উত্তরাঞ্চল প্রদেশের সাকাকা ও আর’আর শহরে বসবাসরত কিছু অসাধু প্রবাসী বাংলাদেশী ক্ষুদ্র ইয়াবা ব্যবসায়ীরা সৌদি আরবের এসব শহরের বিভিন্ন স্থানে ইয়াবা আসক্ত কিশোর ও তরুণদের মাঝে তা অবাধে বিক্রি করছে।
এর মধ্যে সৌদি আরবের আর’আর শহরের ছোক গানাম (গবাদিপশু মাকের্ট ),মুনছুরিয়া,নাছিরিয়া,ফয়ছালিয়া ও মুছাদিয়া নামক এসব এলাকায় ‘বাবা ট্যাবলেট’ ওরফে ইয়াবার রমরমা বাণিজ্য করছেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার জসিম নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক।
জসিম সাকাকা ও আর’আর শহরে মাদকসেবিদের কাছে ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত। জসিমের একাধিক সিন্ডিকেটের আওতায় রাতদিন মাদকসেবীদের কাছে ইয়াবা পৌঁছানোর কাজে ব্যস্ত থাকছেন।জানাযায়,জসিম ও তার মাদক সিন্ডিকেটের পুরোপুরি নিয়ন্ত্রণেই চলছে সৌদি আরবের উত্তরাঞ্চল সাকাকা ও আর’আর শহরের ইয়াবাবাজার।প্রতি পিছ ইয়াবার মূল্য ৪০ রিয়াল যা বাংলাদেশী মুদ্রামান প্রায় ১৩০০ টাকা দরে আসক্তদের মাঝে দেদারছে বিক্রি করছেন মাদক সম্রাট জসিম।
বিস্তারিত আসছে….।