প্রকাশের সময় 27/08/2024
কুষ্টিয়ার ভেড়ামারার ফয়জুল্লাপুর এলাকায় পদ্মা নদীর বাঁধ পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
মঙ্গলবার (২৭ আগষ্ট) উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর এলাকায় পদ্মা নদী সংলগ্ন বাঁধ বাঁধ পরিদর্শন করেন কর্মকর্তারা।
এ সময় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আতঙ্কিত হওয়ার কোন কিছু নেই বাঁধের অবস্থা ভালো। রাস্তার পাশে দু-এক জায়গায় বৃষ্টির পানিতে রাস্তার মাটি সরে গিয়েছে, সেই সব জায়গায় তাৎক্ষণিক উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।